ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮২তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর ৮২তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা  হয়েছে।  

বুধবার (৩১ অক্টোবর) যশোর জেলার মনিরামপুরের চিনাটোলা বাজারে আউটলেটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।   

এতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।   

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআইবিএল চিনাটোল বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট নয়ন কুমার চ্যাটার্জী।

অনুষ্ঠানে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সমাজ-সেবক আব্দুল রশিদ মোড়ল, চিনাটোলা কলেজের অধ্যক্ষ সাজ্জাতুল ইসলাম, যশোর শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মো. শাহীন হোসেন, মনিরামপুর শাখার ব্যবস্থাপক ও এফএভিপি মো. শাহ আলম, ব্যাংকের এভিপি মো. শাহ আলম সরকারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

কেআই/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি